তাহাজ্জুদের নামাজ নফল নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং এটি একটি দোয়া কবুলের সময়। তাহাজ্জুদের নামাজ শেষ রাতে তথা রাতের শেষ তৃতীয়াংশে পড়া সবচেয়ে উত্তম। এসময় আল্লাহ ৩য় আসমানে আসেন এবং বান্দাদের উদ্দেশ্য করে বলেন কে আছো কোন কিছু চাওয়ার।