প্রথমে Facebook Lite অ্যাপে প্রবেশ করুন, তারপর Create new account -এ ক্লিক করুন, তারপর Get Started -এ ক্লিক করুন, তারপর ২টি বক্স পাবেন, আপনি যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেই ১ম এবং ২য় বক্সে নামটি লিখে Next -এ ক্লিক করুন, তারপর আপনার জন্ম তারিখ, দিন, মাস. সাল দিয়ে Next -এ ক্লিক করুন, তারপর আপনার Gender দিয়ে Next -এ ক্লিক করুন, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেটি দিন, আপনি চাইলে ইমেইলও দিতে পারেন, তার জন্য নিচের Sign up with email -এ ক্লিক করবেন, ধরুণ আপনি মোবাইল দিয়ে খুলবেন, তো আপনার মোবাইল নাম্বার টি দিয়ে Next -এ ক্লিক করবেন, তারপর আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে, তারপর সেই ভেরিফাই কোডটি দিয়ে Next বা Submit -এ ক্লিক করে দিবেন, ব্যাস কাজ শেষ, আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি।
-ধন্যবাদ