অনেকেই সঠিকভাবে ব্যাখ্যামুলক তথ্য লিখেন না।
সঠিক নিয়মে ব্যাখ্যামুলক তথ্য লিখা বাধ্যতামূলক।
রুল
ব্যাখ্যামুলক তথ্য সর্বনিম্ন ১৫ শব্দের লিখবেন।
ব্যাখ্যামুলক তথ্যের সর্বশেষ প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
অনেকে বলেন, কিছু কিছু প্রশ্নে ব্যাখ্যামুলক তথ্য কি দিবেন ভেবে পাচ্ছেন না। আসুন কিভাবে ব্যাখ্যামুলক তথ্য লিখবেন জেনে নেই।
কিভাবে লিখবেন
যদি প্রশ্ন করতে চান "আমাদের দেশের রাজধানীর নাম নাম কি?"
তাহলে ব্যাখ্যামুলক তথ্য কি দিবেন!
তাহলে ব্যাখ্যামুলক তথ্য এভাবে লিখতে পারেন। "প্রত্যেকটি দেশের একটি রাজধানী থাকে। সাধারণত রাজধানী হলো একটি দেশের কেন্দ্র বিন্দু। যেখানে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা থাকে। আমাদের দেশেরও একটি রাজধানী রয়েছে। আমাদের দেশের রাজধানীর নাম জানতে চাই।"
অন্যভাবে
"আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের রয়েছে রাজধানী। দেশের নাগরিক হিসেবে রাজধানীর নাম নাম গুরুত্বপূর্ণ। তাই আমি আমাদের দেশের রাজধানীর নাম জানতে চাই।"
যারা এই নিয়ম না মেনে প্রশ্ন করবেন। তাদের প্রশ্ন এপ্রুভ করা হবে না। তাছাড়া কিছু ক্ষেত্রে অনেক প্রশ্ন এপ্রুভ হয়ে যায়। তারা ১০০০ ভিউ ক্যাম্পেইন অফার পাবেন না। তাই সর্বদা সঠিক নিয়মে প্রশ্ন উত্তর করুন।