এয়ারটেলে আপনি দুই ভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন।
১. *121# ডায়াল করুন। টাকা ট্রান্সফার এ যান। তারপর ২টা অপশন পাবেন। একটা request আরেকটা transfer.
ট্রান্সফার সিলেক্ট করুন।
যে নম্বরে টাকা দিবেন তা লিখুন।
এরপর এমাউন্ট লিখুন। তাহলেই হয়ে যাবে।
২. My Airtel অ্যাপ এ যান। তারপর মেনু»ব্যালেন্স ট্রান্সফার এ যান। এরপর একই নিয়মে নাম্বার,এমাউন্ট লিখে টাকা পাঠিয়ে দেন।