ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করা বড় কোনো ব্যাপার নয়।
আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট টি তৈরি থাকেন, সেক্ষেত্রে ওই মোবাইল সিম কার্ড টি আপনার কাছে থাকতে হবে, আর যদি আপনি ইমেইল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও ইমেইল টির অ্যাড্রেস আর পাসওয়ার্ডও আপনার কাছে থাকতে হবে।
যদি আপনার কাছে এগুলি থাকে তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
প্রথমে আপনি ফেসবুক অ্যাপে প্রবেশ করুন, তারপর Forget Password -এ ক্লিক করুন, তারপর ইমেইল বা মোবাইল নাম্বার টি দিন, তারপর Next -এ যান, তারপর আপনার ইমেইল বা মোবাইল নাম্বারে OTP কোড যাবে, সেই OTP কোডটি দিয়ে Done করে। অপনার নতুন পাসওয়ার্ড টি সেট করে নিন।
-ধন্যবাদ