বীজগণিতের জনক মুহাম্মদ ইবনে মুসা আল-খারিজমি আল-কুতরুব্বুল্লী ( আনু.780-850 পৃর্বে ) তিনি পাটিগনিত ,বীজগণিত, ভূগোল , জ্যোতিবিঙ্গানে প্রভূত অবদান রাখেন । তবে তিনি বীজগণিতের জন্যই সবচেয়ে বেশি আলোচিত । তাঁর রচিত উল্লেখযোগ্য পুস্তক কিতাব আল জাবর ওয়াল মুকাবলা । তিনিই প্রথম রৈখিক ও দ্বিঘাত সমীকরণের পদ্ধতি সমাধান করেছিলিন।