আসসালামু আলাইকুম,
Trickmi Q2A এ আপনাদের সবাইকে স্বাগতম।
আশা করি দিনকাল ভালই কাটছে।
আপনারা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন প্রশ্নোত্তর ওয়েব সাইট দেখেছেন। যেগুলা থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন এবং নিজে যা জানেন অন্যদের তা জানাতে পারছেন।
সেইরকম ওয়েবসাইট গুলোর মত ই Trickmi.com সাইট। শিক্ষার পাশাপাশি আপনি চাইলে সামান্য কিছু ইনকাম ও করতে পারবেন।
Trickmi.com এর সৌজন্যে ই তৈরি করা হয়েছে Trickmi Q2A সাইট। এটা মূলত সামান্য সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন এখান থেকে শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষার পাশাপাশি এখান থেকেও ইনকাম করতে পারবেন। এবং সেই টাকাগুলো নগদ, বিকাশ, রকেট, উপায় ও মোবাইল রিচার্জ যেকোনো একটির মাধ্যমে তুলতে পারবেন। হয়তোবা আপনি যদি দেশের বাইরের হয়ে থাকেন তাহলে PayPal মাধ্যমে ডলার তুলতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সাইটে রেজিস্ট্রেশন করে ভেরিফাই করে নিতে হবে।
কিভাবে ইনকাম করবেন
আপনি চাইলে প্রশ্ন ও উত্তর উভয় করে ইনকাম করতে পারবেন।
- এর জন্য প্রথমে সাইটের রেজিস্ট্রেশন করে একাউন্ট ভেরিফিকেশন করে নিবেন।
- প্রতি ইউনিক রেফারে ৫০ পয়েন্ট বোনাস পাবেন।
- অন্যের রেফারেন্স রেজিস্ট্রেশন করা ব্যাক্তি পাবেন ২০ পয়েন্ট বোনাস।
একাউন্ট ভেরিফিকেশন হলে আপনি কাজ শুরু করে দিতে পারবেন।
- একটি প্রশ্ন করলে পাবেন ১ পয়েন্ট ।
- কারো প্রশ্নের উত্তর দিলে পাবেন ৩ পয়েন্ট।
- এবং আপনার উত্তর সেরা হিসেবে নির্বাচিত হলে পাবেন ১ পয়েন্ট।
এভাবে ১০০০ পয়েন্ট হলে এবং ২০০-২৫০ টাকা। সে ক্ষেত্রে আপনার প্রশ্ন ও উত্তর এর উপরে নির্ভর করে দেওয়া হবে। ( যেমন: উত্তর অপেক্ষায় প্রশ্ন বেশি বা প্রশ্ন অপেক্ষায় উত্তর বেশি হলে ২৫০ টাকা পাওয়ার সম্ভাবনা কম।)
প্রশ্ন যত উত্তর প্রায় তত হলে, সঠিক এবং এসইও সমৃদ্ধ প্রশ্ন-উত্তর হলে ২৫০ টাকা পেতে পারেন।
১০০০ পয়েন্ট হলে দেওয়ার ৭ দিনের মধ্যে আপনার পেমেন্ট কমপ্লিট করা হবে। আপনি শুধু প্রোফাইলে ফোন নাম্বার ও পেমেন্ট মেথড যুক্ত করবেন।
বিঃদ্রঃ সতর্কতার সাথে পেমেন্ট মেথড ও নম্বর যুক্ত করবেন। অন্যথায় ভূল নম্বরে পেমেন্ট গেলে তা দায়ভার আমরা নিবো না।
বোনাস ইনকাম
প্রশ্ন উত্তর করে ইনকাম করার পাশাপাশি আমরা বিভিন্ন ভাবে বোনাস দেই।
ক্যাম্পেইন বোনাস: মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দেওয়া হবে। ক্যাম্পেইনা অংশগ্রহণ করে বোনাস পাবেন।
রেফার বোনাস: Trickmi Q2Ans রেফার বোনাস সিস্টেম চালু।
ভিউ বোনাস: প্রতি ১০০০ ভিউ হলে প্রশ্নকর্তা ১০ টাকা বোনাস পাবেন.
বি:দ্র: কোন সাইট থেকে হুবহু কপি করে এনে দিলে পেমেন্ট পাবেন না। এবং অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে অথবা পয়েন্ট কেটে নেয়া হবে।
একজন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে নোটিস বিহীন একাউন্ট ব্লক করে দেয়া হবে এবং পেমেন্ট বাতিল করে দেওয়া হবে (প্রমাণ স্বরুপ)।
নিয়ম মেনে প্রশ্ন ও উত্তর দিতে হবে
গুরুত্বপূর্ণ
Trickmi Q2Ans প্রশ্ন ও উত্তর দেওয়ার নিয়ম।
সবার প্রোফাইল কম্পিলিট করুন
প্রতি ১০০০ ভিউ হলে প্রশ্নকর্তা ১০ টাকা বোনাস পাবেন।
কিভাবে ব্যাখ্যামুলক তথ্য লিখবেন?
Trickmi Q2Ans রেফার বোনাস সিস্টেম চালু।
নিয়মিত আপডেট পেতে এবং একাউন্ট সম্পর্কিত যেকোন সমস্যায় ফেসবুক গ্রুপে যোগাযোগ।
ফলো করুন ফেসবুক পেজ
ভিজিট করুন Banglatricks2 - The Best technology platform
[Update - 21 January 2025]