আগে জাভা ফোনে ইউটিউব সিস্টেম ছিলো না, কিন্ত বর্তমানে স্মার্টফোনের চাহিদা বাড়ায়, এখন যে কোম্পানি গুলো জাভা ফোন বা বাটন ফোন তৈরি করছে তারা তাদের তৈরি করা ফোন গুলো তে ইউটিউব সহ আরো অনেক ফিচার যুক্ত করছেন।
প্রায় দেড় বছর আগে Geo Mobile কোম্পানি Geo T19 এবং Geo T19i নামক একটি কাইওস ফোন মার্কেটে রিলিজ করেছিলো, সেই ফোনটি তে ইউটিউব, ফেসবুক, ওয়াইফাই, হটস্পট, সহ আরো অনেক ফিচারযুক্ত করা ছিলো।
বর্তমান মার্কেটে এই Geo T19 এবং Geo T19i ফোনটি নেই।
তবে কিছুদিন আগে Itel কোম্পানি Itel Neo R60+ নামক একটি ফোন মার্কেটে রিলিজ করেছে, সেই ফোনটি তে ইউটিউব, ফেসবুক, টিকটক, ওয়াইফাই, হটস্পট, সহ আরো অনেক ফিচার আছে।