মূলত ফোনের চার্জ দ্রুত শেষ হয়ার অনেক কারণ আছে, যেমনঃ ব্যাটারি ফুলে যাওয়া, ব্যাটারির ব্যাক-আপ কমে যাওয়া, ব্রিটনেস বাড়িয়ে ফোন ব্যবহার করা, অতিরিক্ষ অ্যাপস বা গেমস রান করে রাখা, ইত্যাদি আরো অনেক কারণ আছে।
তাই এইসব কারণ পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন, আপনার ফোনের দ্রুত চার্জ হয়ার কারণ কী।