বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলষ্কার প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েক । তিনি 14 নভেম্বর , 1994 - 10 আগষ্ট 2000 প্রর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি শ্রীলষ্কার 6ষ্ঠ প্রধানমন্ত্রী । সে পূর্বতন প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকর বিধবা পত্নী । প্রখ্যাত রাদালা পরিবারে জন্মগ্রহন করেন । চার ভাই ও দু্ই বোনের মধ্যে তিনি বড় সন্তান ছিলেন।