ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। হাড় বাঁকা হওয়া বা হাড় এর জোড় কমে যায় রিকেটস হলে। তাই বেশি করে ভিটামিন ডি যুক্ত ঔষধ, খাবার প্রচুর পরিমানে খেতে হবে।
এর পাশাপাশি হাসপাতালে ভর্তি হতে হবে।
কিছুদিন চিকিৎসার মাধ্যমেই রিকেটস রোগ দূর হবে।
তবে ভিটামিন ডি এবং শাক সবজি,ডিম,দুধ বেশি করে খেতে হবে।