গ্রীষ্মকালে বায়ু দক্ষিন থেকে পঞ্চিম দিকে প্রবাহিত হয় ,শীতকালে তা অভিমুখ পরিবর্তন করে উত্তর থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় । নিদিষ্ট ঋতুতে বায়ূর এই দিক পরিবর্তন হওয়াকে মৌসুমি বাযূ বলে । এই অবস্থায় বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হলে শীতকাল শুরু হয় ।