ঘোড়ার শরীর অন্য প্রাণীর মত হালকা নয়। তাই এদের বসা থেকে উঠতে একটু বেশি সময় লাগে। ঘোড়ার উপর হিংস্র প্রাণীরা অনেক সময় আক্রমণ করে।
হঠাৎ আক্রমন করলে, ঘোড়া বসা থেকে উঠে পালানোর সময় পাবে না এবং ওই প্রাণীর আঘাতে মারা যাবে।
এই কারণে আত্মরক্ষার কারণে দাঁড়িয়ে ঘুমায়।