মূলত এটি সার্ভারের সমস্যা, যখন আপনি অপেরা মিনি ৪.২১ থেকে কিছু ডাউনলোড করতে যাবেন, তখন উপরে দেখবেন URL বক্স, সেই URL বক্সে ঢুকলে আপনি একটি লিংক দেখতে পারবেন, লিংকটির শুরুতে https:// এটা দেখতে পাবেন, তো আপনি শুধু https:// থেকে "s" টা কেটে দিবেন, তাহলে http:// এমন হবে। তারপর Download -এ ক্লিক করে দিন। তারপরও যদি ইরোর দেখায়, তাহলে অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করতে পারেন। কারণ বর্তমান জাভা ফোন দিয়ে সব ওয়েবসাইট থেকে ডাউনলোড দেয়া যায় না।