এখন থেকে Trickmi Q2Ans থেকে প্রশ্ন উত্তর করে ইনকাম করতে পারবেন। অবশ্যই বিস্তারিত ভাবে জেনে কাজ শুরু করুন।
কিভাবে প্রশ্ন করবেন?
কিভাবে প্রশ্ন করলে অনুমোদন পাওয়া যাবে সে বিষয়ে নিচে স্ক্রিনশট সহ বিস্তারিত দেখানো হলো।
টাইটেল: প্রথমে একটি সঠিক টাইটেল লিখবেন। বানান যেন ভুল না হয়। নিজ থেকে প্রশ্ন করবেন। হুবহু অন্য সাইট থেকে কপি পেস্ট করা যাবে না।
বিভাগ: প্রশ্নের সাথে মিলে এমন একটি বিভাগ সিলেক্ট করুন।
পরখ: নিচ থেকে দেখে নিবেন হুবহু সেই প্রশ্ন আগে করা আছে কিনা। আগে প্রশ্ন করা থাকলে দ্বিতীয় বার এই প্রশ্ন অনুমোদন হবে না।
ব্যাখ্যামূলক তথ্য : প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য দেওয়া বাধ্যতামূলক। ব্যাখ্যামূলক তথ্য না দিলে অনুমোদন হবে না। অথবা ভবিষ্যতে সমস্যা হতে পারে। প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য ' আপনি কেন প্রশ্ন করছেন, উত্তর চাওয়া, এটা জেনে কি লাভ? ' এইরকম কিছু বিস্তারিত ভাবে ১০-২০ শব্দের মধ্যে লিখে দিবেন।
তকমা: প্রশ্নের সাথে মিল রেখে সর্বনিম্ন ২টা তকমা যুক্ত করবেন। তকমা সাধারণত ১-২ শব্দের হয়।
ইমেইল নোটিফিকেশন: ইমেইল নোটিফিকেশন এ টিক মার্ক করতে পারেন। তাহলে প্রশ্নের উত্তর আসলে ইমেইল পাবেন।
প্রশ্ন করা: সবশেষে আবার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে প্রশ্নটি জিজ্ঞাসা করুন অপশনে ক্লিক করুন।
কিভাবে উত্তর করবেন?
প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যখন প্রশ্নটির উত্তর দেয়া থাকবে।
তখন প্রশ্নটির উত্তর গুলা দেখতে পাবেন। যদি আপনার উত্তরটি হুবহু দেওয়া উত্তর গুলোর মত হয়। তাহলে উত্তর না দিলেও হবে।
আর যদি উত্তর দিতে চান তাহলে উত্তর দিন অপশনে ক্লিক করুন।
আর যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন প্রশ্নটিতে ক্লিক করলে সরাসরি উত্তর দেওয়ার অপশন চলে আসে।
এবার আপনার কাঙ্খিত উত্তরটি লিখুন। উত্তর লিখুন: উত্তর দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন লেখা ভুল না হয়। আর উত্তর নিজ থেকে দিবেন। কোথা থেকে কপি পেস্ট করলে উত্তর অনুমোদন হবে না।
ইমেইল নোটিফিকেশন: আপনার উত্তরটি সঠিক হলে ইমেইল পাবেন যদি ইমেইল নোটিফিকেশনে টিকমার্ক করে রাখেন।
উত্তর করুন: সবশেষে উত্তরটি ঠিক আছে কিনা ভালোভাবে দেখে উত্তর যোগ করুন অপশনে ক্লিক করুন।
বিঃদ্রঃ প্রশ্ন এবং উত্তর উভয়ের ক্ষেত্রেই কপি পেস্ট গ্রহণযোগ্য নয়। কোন ব্যবহারকারীকে একাধিকবার এরকম করতে দেখলে ব্যান করে দেওয়া হবে। এবং পেমেন্ট সংক্রান্ত জটিলতা তো থাকবেই। সুতরাং কপি পেস্ট পরিহার করে নিজ থেকে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হবে না।