মোবাইল ফোন অনেক কারণে গরম হতে পারে,
যেমনঃ ব্যাটারির সমস্যা থাকলে, ফোনে ভাইরাস থাকলে, অনেক্ষণ ধরে মোবাইল ডাটা চালু রাখলে, ব্রাইটনেস বাড়িয়ে ফোন ব্যবহার করলে, অতিরিক্ত অ্যাপ ব্যবহার করলে, অতিরিক্ত গেম খেলা, কোনো গরম স্থানে ফোন ব্যবহার করলে, এছাড়াও আপনার ফোনের ফিজিক্যাল সমস্যা থাকলেও ফোন গরম হতে পারে।
ফোন ঠান্ডা রাখার উপায়ঃ
ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
অতিরিক্ত অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
প্রয়োজন ছাড়া মোবাইল ডাটা চালু রাখবেন না।
কোনো গরম স্থানে ফোন রাখবে না ব্যবহার করবেন না, যেমনঃ রোদে, আগুনের কাছে ইত্যাদি স্থানে।
এর পরেও যদি ফোন অতিরিক্ত গরম হয়, তাহলে মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গিয়ে পরিক্ষা করান।