ফেইসবুকের আপডেটের কারণে জাভা ফোনে 'Facebook is unavailable in your browser' লেখা আসছে। কোন ভাবেই তা ঠিক করা যাচ্ছে না। তো আজকে বলব কীভাবে জাভা ফোনে ফেইসবুক চালাবেন। অবশ্যই আপনার ফোনে uc browser 9.2, যেকোনো ওপেরা মিনি ও ডোরাডো ব্রাউজার। প্রথমেই আপনি ব্রাউজারের কুকি ডিলিট করুন(১বার শুধু, আর প্রয়োজন নেই)। তারপরে
http://mtouch.facebook.com এ প্রবেশ করুন।
uc browser ও dorado ব্রাউজারে লগিন পেইজ থেকেই ডাইরেক্ট লগিন করতে পারবেন।
তবে এই ২টি ব্রাউজারে বার বার লগআউট হয়ে যায়।
তাই ওপেরা মিনির মাধ্যমে
http://mtouch.facebook.com প্রবেশ করে Forgot password এ চাপ দিন। তারপর আপনার আইডিতে যে নাম্বার অ্যাড করা আছে, ওই নাম্বারটি লিখে সার্চ করুন।
তারপর আপনার আইডি আসবে, আইডিতে ক্লিক করুন।
এবার আপনার আইডির পাসওয়ার্ড লিখে লগিন করলেই আগের মত ফেইসবুক চালাতে পারবেন।
আশা করি আজকের টপিকটি ভালো লেগেছে।
আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও এই উপায়টির মাধ্যমে ফেইসবুক চালানোর সুযোগ করে দিন।
ধন্যবাদ।
-Trickmi Q2ans.