ফৌজদারি মামলা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে—
শিক্ষাযোগ্য অপরাধ সম্পর্কিত মামলা (Cognizable Offence Cases):
এসব মামলায় পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারে এবং আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে। যেমন— হত্যা, ডাকাতি, চুরি, ধর্ষণ ইত্যাদি গুরুতর অপরাধ।
অশিক্ষাযোগ্য অপরাধ সম্পর্কিত মামলা (Non-cognizable Offence Cases):
এসব মামলায় পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারে না বা তদন্ত শুরু করতে পারে না আদালতের অনুমতি ছাড়া। যেমন— মানহানি, হুমকি, সাধারণ আঘাত ইত্যাদি তুলনামূলক হালকা অপরাধ।